Logo
Logo
×

সারাদেশ

সালিশে মাতবরকে পিটিয়ে হত্যা

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পিএম

সালিশে মাতবরকে পিটিয়ে হত্যা

মাগুরায় সদর উপজেলার বলুগ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধ মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে বাদশা মোল্যা নামে ওই গ্রামের প্রধান মাতবরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বাদশা মোল্যা (৬৫) ওই গ্রামের মৃত ধলা মোল্যার ছেলে।

এলাকাবাসী জানান, মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে বলুগ্রামের খালপাড়ে মোবাশ্বের আলী নামে এক ব্যক্তির জমি ইজারা নিয়ে একই গ্রামের আনোয়ার হোসেন পেয়ারা বাগান করেন; কিন্তু ইজারাকৃত ওই জমির মধ্যে ১৯ শতাংশ জমির মালিকানা নিয়ে মোবাশ্বের আলীর সঙ্গে বিরোধ চলছিল বাদশা মোল্যার বোনের মেয়ে শিউলি খাতুনের। তারপরও জমির ইজারাগ্রহিতা আনোয়ার হোসেন বিরোধীয় ওই জমিতে ধানের আবাদ করেন; যা নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার আনোয়ার হোসেন আবাদকৃত ওই জমির ধান কাটতে গেলে শিউলি খাতুন বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হন। সেই বিষয়টির মীমাংসা করতে শুক্রবার সকালে গ্রামের হাফিজার মোল্যার বাড়ির পাশে চৌমাথায় নওশের মোল্যার সভাপতিত্বে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত স্থানীয়রা জানান, এতে জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসা হয়ে যায়। দুপুর ১২টার দিকে উভয়পক্ষকে হাতে হাত মিলিয়ে দেওয়া হচ্ছে- এমন সময় আনোয়ার হোসেনের লোকজন হাতুড়ি নিয়ে গ্রামের প্রধান মাতবর বাদশা মোল্যার ওপর হামলা করে। এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিরোধে লিপ্ত মোবাশ্বের আলী-আনোয়ার হোসেন এবং শিউলি খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টাও চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম