Logo
Logo
×

সারাদেশ

খেলার সময় হাওড়ের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম

খেলার সময় হাওড়ের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামের আলীনগরে খেলার সময় হাওড়ের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হচ্ছে- আলীনগর গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে মিসকাত (৪), মো.  মাসুক মিয়ার ছেলে মাহিন (৬) ও আবদুস ছাত্তারের ছেলে নাজমুল (৫)।

জানা গেছে, বিকালে অন্যান্য বন্ধুদের সঙ্গে ওই শিশুরা ভাসান পানিতে জলকেলি করার সময় ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ এসে এলাকাবাসীর সহযোগিতায় তিন শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম