Logo
Logo
×

সারাদেশ

মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করতে চাই: বিএনপি নেতা সুমন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:১৫ এএম

মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করতে চাই: বিএনপি নেতা সুমন

সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেছেন, আমার সঙ্গে যারা অন্যায় করেছে, প্রতিহিংসার রাজনীতি করেছে, ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেছে, গেট ভেঙে ফেলেছে, আমাদের নেতা-কর্মীদের হুমকি দিয়েছে, অত্যাচার করেছে—তাদের প্রতি আমার কোনো ক্ষোভ বা রাগ নেই। আমি তাদের আন্তরিকভাবে ক্ষমা করে দিয়েছি।

তিনি বলেন, ‘আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। প্রতিহিংসা কোনো মঙ্গল বয়ে আনে না।‌ এতে না মানুষের কল্যাণ হয়, না দেশের উপকার হয়। বরং এতে রাজনীতির ক্ষতি হয়, সমাজ বিভক্ত হয়, জাতি দুর্বল হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মাহমুদুর রহমান এসব কথা বলেন।‌ এর আগে তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।‌  

মাহমুদুর রহমান সুমন বলেন, ‘আমি চাই আড়াইহাজারে শান্তি, ঐক্য ও উন্নয়ন প্রতিষ্ঠিত হোক। আজাদ সাহেব, আঙ্গুর চাচা ও আমার ছোট বোন পারভীনকে সঙ্গে নিয়ে আগামী দিনে আড়াইহাজারের মানুষের কল্যাণে, তাদের অধিকার ও উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করতে চাই।’

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই—আড়াইহাজারের মানুষ যেন শান্তিতে, হাসিমুখে, সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। আড়াইহাজার এগিয়ে গেলে বিএনপি শক্তিশালী হবে, বাংলাদেশ শক্তিশালী হবে। আমাদের প্রিয় আড়াইহাজারের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আমরা কোনো স্বার্থপর রাজনীতি করব না—আমাদের রাজনীতি হবে জনগণের স্বার্থে, আড়াইহাজারের মানুষের কল্যাণে এবং দেশের ভবিষ্যতের জন্য।’

বিএনপির এই নেতা আরও বলেন, এই নির্বাচন স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই নির্বাচন হবে জনগণের বিজয়ের নির্বাচন। একটি পরিবর্তনের বিপ্লবের সূচনা। যে স্বপ্নে জনগণ পরিবর্তন চায়, সে স্বপ্ন এই নির্বাচনের মাধ্যমে পূরণ হবে।’

এ সময় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম