Logo
Logo
×

সারাদেশ

ট্রাকের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:২০ এএম

ট্রাকের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত

ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে নারায়ণ চন্দ্র সাহা (৫৪) এবং শিলাহাটি গ্রামের যুগল কিশোর সাহার ছেলে বিপ্লব কুমার সাহা (৫৫)।

পুলিশ জানায়, আশ্রমে নামযজ্ঞ শেষে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন ভ্যানচালকসহ আরও চার যাত্রী। 

খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম