মুন্সীগঞ্জ-১ আসনে ৩১ দফা বাস্তবায়নে শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ-১ আসনে গণসংযোগ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১নং আহ্বায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
শনিবার সকাল ১০টা থেকে তিনি মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে গণসংযোগ করেন। এ সময় তিনি মালখানগর উচ্চ বিদ্যালয় এলাকা, চৌরাস্তা, মসজিদ, তালতলা বাজার, আর্মহল, ফুরসাইল এলাকা এবং আর্মহল গ্রামে উঠান বৈঠক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি লিফলেট বিতরণেও অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শেখ মো. আব্দুল্লাহ বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের নানা সমস্যা সমাধানে কেউ কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। গ্যাস সমস্যা, সরু রাস্তা ও অন্যান্য বুনিয়াদি সমস্যা জনজীবনকে দুর্ভোগে ফেলে। নির্বাচিত হলে তিনি এই এলাকা মাদকমুক্ত, ব্যবসাবান্ধব, চাঁদা ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার, বৈষম্যমুক্ত মানবিক সমাজ, সংবিধান সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, দুর্নীতিবিরোধী কার্যক্রম, নারী ও যুব ক্ষমায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করা হবে। গণসংযোগ চলাকালে তিনি স্থানীয়দের সুখ-দুঃখের খোঁজ নেন ও আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
শেখ মো. আব্দুল্লাহ স্থানীয় নেতাদের বরাতে জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
