Logo
Logo
×

সারাদেশ

নাটোরে বিএনপি নেতাকর্মীদের ওপর মুখোশধারীদের হামলা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম

নাটোরে বিএনপি নেতাকর্মীদের ওপর মুখোশধারীদের হামলা

নাটোরের নলডাঙ্গা উপজেলার পীরগাছা বাজারে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ বিএনপির ছয় নেতা-কর্মীর ওপর কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন। 

শুক্রবার রাত ১০টার দিকে এই হামলার সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করতে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতরা বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। 

হামলায় আহতরা হলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, ব্রহ্মপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা নিয়ামত শেখ, বিএনপি নেতা আমজাদ আলী, উপজেলা ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, যুবদল নেতা জুয়েল সরদার ও সাইফুল ইসলাম। 

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম