জামায়াতকে হারিয়ে বিএনপির বিজয়
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:১০ পিএম
নির্বাচনের ফলাফলের পরের চিত্র। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে জামায়াতে ইসলামীপন্থি প্যানেলকে হারিয়ে জয়ী হয়েছে বিএনপিপন্থি প্যানেল।
রোববার (২৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
নির্বাচনে ২৩৩ ভোট পেয়ে এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আল হাসান মো. আবু তালেব। ২২৩ ভোট পেয়ে ২ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল। ২১৫ ভোট পেয়ে ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম এবং ১৯২ ভোট পেয়ে ৪ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন দোলোয়ার হোসেন মুকুল।
এদিকে জামায়াতপন্থি প্যানেল থেকে সর্বোচ্চ ১১৭ ভোট পেয়েছেন মো. মিজানুর রহমান। এছাড়া মো. হাফিজুর রহমান পেয়েছেন ১০৯, মোহা. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১০৮ ভোট এবং ৯৩ ভোট পেয়েছেন মো. ওবাইদুল হক।
প্রিসাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে মোট ভোটার ছিল ৪৯৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪০ জন। তবে ১০টি ভোট বাতিল হয়েছে।
এদিকে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে জয়ের পর বিজয়ী প্রার্থীদের নিয়ে আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে সারাদিন ভোট কেন্দ্রের সামনে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক নাসির ইকবার ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একলাছুর রহমান রাসেল, পৌর সদস্য সচিব সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
