২০ টাকায় টিকিট কেটে নারী ফুটবল ম্যাচ দেখতে হাজার দর্শকের ভিড়
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের বড়াইগ্রামে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রবেশ টিকিটের মূল্য ছিল ২০ টাকা। এছাড়া চেয়ারে বসে খেলা দেখার জন্য অতিরিক্ত ৫০ টাকা দিয়ে আরেকটি টিকিট কিনতে হয়েছে।
এভাবে দুটি টিকিট কেটে কমপক্ষে ১৫ হাজার দর্শক মাঠে ভিড় করেন খেলা উপভোগ করতে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। তবে টিকিট কেটে খেলা দেখা দর্শকদের জন্য র্যাফেল ড্র শেষে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১০টি মোবাইল।
রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সরিষা বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় নারী ফুটবল ম্যাচটি।
ম্যাচে মুখোমুখি হয় বগুড়ার গাবতলী রক্সি ফুটবল একাডেমি ও সিরাজগঞ্জের ডিআরএসটি ফুটবল একাডেমি। খেলায় ডিআরএসটি ফুটবল একাডেমি ১-০ গোলে রক্সি ফুটবল একাডেমিকে পরাজিত করেছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন, সাবেক মেয়র ইসাহাক আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল ও খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক শফীউল হাসান তীতু উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খেলা দেখার জন্য মাঠের চারপাশ ছাড়াও বিদ্যালয় ভবন ও পাশের হাসপাতালের বিভিন্ন ভবনের ছাদ, মাঠের সীমানা প্রাচীর ও বিভিন্ন গাছে উঠে দর্শকদের খেলা উপভোগ করতে দেখা গেছে।
বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি শফীউল হাসান তীতু বলেন, আমরা ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। আজকের দর্শক সমাগম আমাদের আরও উৎসাহিত করেছে।
সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন বলেন, খেলা দেখতে মাঠে হাজার মানুষের সমাগম হয়েছে। সব টিকিট বিক্রি করা হলেও পরে দর্শকের আধিক্যের কারণে টিকিট ছাড়াই দর্শকদের মাঠে ঢুকানো হয়েছে। ফুটবলে এমন আগ্রহ সত্যিই আনন্দের বিষয়।
