যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে: মাসুদ সাঈদী
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ এএম
মাসুদ সাঈদী। ছবি সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান, আল্লামা সাঈদী পুত্র জননেতা মাসুদ সাঈদী বলেছেন, তরুণরা হচ্ছে আমাদের আগামী দিনের আশা, দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। আজ সময় এসেছে সেই শক্তিকে সঠিক পথে কাজে লাগানোর। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তরুণদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা নিশ্চিত করা যাবে। এজন্য দরকার সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব যারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে।
রোববার বিকালে জামাযাতে ইসলামী ইন্দুরকানী উপজেলার ৩নম্বর বালিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বালিপাড়া বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মাসুদ সাঈদী আরও বলেন, দুঃখজনক ভাবে বিগত দিনে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা এই তরুণদের শক্তিকে অবমূল্যায়ন করেছে। কর্মসংস্থান সৃষ্টি না করে বরং মেধাবী তরুণদের হতাশা, দুর্নীতি ও বেকারত্বের অন্ধকারে ঠেলে দিয়েছে। তারা দেশের সম্পদকে বোঝায় পরিণত করেছে। কিন্তু তরুণরাই বারবার প্রমাণ করেছে — তারা ফ্যাসিবাদ, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে সাহসী ভূমিকা রাখতে জানে।
মাসুদ সাঈদী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজকের শিক্ষার্থীরা তাদের মত ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রার্থী বেছে নিচ্ছে — যা একটি সচেতন প্রজন্মের ইঙ্গিত বহন করে। আমি বিশ্বাস করি, জাতীয় নির্বাচনে তারাও ভুল করবে না। তারা এবার দেশের জন্য, তাদের ভবিষ্যতের জন্য সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বকেই বেছে নেবে।
তিনি বলেন, আমরা যদি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, ইনশাআল্লাহ এই তরুণদেরকে কর্মসংস্থানের সুযোগসহ একজন আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলব। আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয়— বরং আমাদের মূল লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন করা, যেখানে তরুণরাই হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি।
ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে বালিপাড়া ইউনিয়নের আমীর মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও শোয়াইব শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিররুল হক। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও ইন্দুরকানী উপজেলার সাবেক আমীর হাবিবুর রহমান, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান, ও উপজেলা অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম সহ জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
