|
ফলো করুন |
|
|---|---|
নাটোর সদরের হালশায় হাটের টোল আদায় নিয়ে দুই ভাই ও ভাতিজাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সদরের হালসা বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।
আহত মাজেদ মণ্ডল হালসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং তার ছোট ভাই জাফর মণ্ডল হালসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
গুরুতর আহতরা হলেন- হালসা এলাকার প্রয়াত জহির মণ্ডলের ছেলে মো. মাজেদ মণ্ডল (৫০) এবং তার দুই ছেলে বেলজু মণ্ডল (৩২) ও মাহি মণ্ডল (২২)। এছাড়া আহত হয়েছেন মাজেদ মণ্ডলের ছোট ভাই মো. জাফর মণ্ডল (৪৫) এবং তার দুই ছেলে জাহিদুল ইসলাম পাপ্পু মণ্ডল (২৫) ও পলাশ মণ্ডল (২২)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার পরিবর্তনের পর হালসা বাজারের স্থানীয় ভূমি অফিস থেকে অস্থায়ী চুক্তিতে ইজারা নেয় হালসার প্রয়াত জমির মণ্ডলের ছেলে মাজেদ মণ্ডল। হাটে খাজনার টাকা আদায়ের দায়িত্ব দেন তার ছোট ভাই জাফর মণ্ডলকে। জাফর মণ্ডল হাট থেকে টাকা আদায় করলেও ঠিকমতো বড়ভাই মাজেদ মণ্ডলকে দিত না। হাটে টাকা পয়সার বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কয়েকদিন ধরে রেষারেষি চলছিল।
এর জেরে রোববার বিকালে দুই ভাই ও তাদের ছেলেমেয়েদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার জেরে সোমবার বিকালে দুই ভাই ও তাদের ছেলে মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষই ধারালো দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করে।
নাটোর আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন জানান, আহতদের মধ্যে একজনের হাতের রগ কাটা ছিল আর একজনের হাতে গভীর ক্ষত ছিল; বাকি সবারই বুকে, পেটে, গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নাটোর থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।
