Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Icon

সিরাজগঞ্জ ও চৌহালী-এনায়েতপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে কারাবন্দি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৭০) মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন।

সিরাজগঞ্জ জেল সুপার এএসএম কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়মানুযায়ী মৃতের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, তিনি চলতি বছরের ২৪ এপ্রিল এনায়েতপুর থানায় পুলিশ হত্যাসহ চারটি মামলায় আদালতের নির্দেশে কারাগারে ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম