Logo
Logo
×

সারাদেশ

ঘর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পিএম

ঘর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে মা ও ১৬ মাসের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকালে ফটিকছড়ি পৌর সদরের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পশ্চিম পাশে কামাল ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন- আফরোজা আফরিন (২৭) ও ১৬ মাসের মেয়ে আতকিয়া আয়েশা। আফরোজা উত্তর ধুরং এলাকার এনজিও কর্মকর্তা আনোয়ার হোসেন বিপলুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের অন্য সদস্যদের জন্য নাস্তা প্রস্তুত করে নিজের কক্ষে প্রবেশ করেন আফরোজা। পরে দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা দরজা খুলতে ব্যর্থ হলে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

মৃতের শ্বশুর কামাল হোসেন জানান, আমার ছেলের স্ত্রীর মানসিক সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েছি। হয়তো মানসিক রোগের কারণেই আত্মহত্যা করেছে। দীর্ঘ সময় দরজা না খোলায় আমরা পুলিশে খবর দিই।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, ৯৯৯ নাম্বারে খবরে পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম