বিএনপির মনোনয়ন প্রত্যাশীর পক্ষে কাজ করে পদ হারালেন উপজেলা জাপার সম্পাদক
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার বিকালে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর পক্ষে কাজ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গত ২৫ অক্টোবর উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভায় সাধারণ সম্পাদক আবদুল মোত্তালেব মোল্লার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এ সময় সর্বস্তরের নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তার সঙ্গে শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে আবদুল মোত্তালেব মোল্লার সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলমের পক্ষে কাজ করছেন। তিনি শিগগিরই দলবল নিয়ে বিএনপিতে যোগদান করবেন।
এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা সভাপতির নির্দেশে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে আবদুল মোত্তালেব মোল্লাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মোত্তালেব মোল্লা বলেন, তাকে জাপা থেকে অব্যাহতি দেওয়ার চিঠি পেয়েছেন। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে তিনি মীর শাহে আলমের পক্ষে কাজ করছেন।
তিনি আরও জানান, অব্যাহতি পাওয়ায় এখন তার কাজের পরিসর আরও বেড়ে গেল, কোনো বাধা রইল না।
তবে নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জানান, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। হামলা, মামলা ও নির্যাতনের শিকার জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা বাড়িঘর ছাড়া হয়েছেন। এসব থেকে বাঁচতেই শিবগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবদুল মোত্তালেব মোল্লা বিএনপির মনোনয়ন প্রত্যাশীর পক্ষে কাজ শুরু করেন। তিনি শিগগিরই তার লোকবল নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন।
এর আগে গত মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের কর্মিসভায় অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার ও মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এসকেন্দার আলী শাহানার নেতৃত্বে পাঁচ সহস্রাধিক বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থক মীর শাহে আলমের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। একই কারণে তিনিও বিএনপিতে যোগ দিয়েছেন।
তবে এসকেন্দার আলী শাহানা দাবি করেছেন, তার পরিবার বিএনপির। এ কারণে তিনি বিভিন্ন দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
