Logo
Logo
×

সারাদেশ

লালমোহনে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পিএম

লালমোহনে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

প্রতীকী ছবি

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে সানজিদা (৮) ও সামিরা (৭) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের আশুলি গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃত সানজিদা ওই বাড়ির মো. আলাউদ্দিনের মেয়ে এবং সামিরা মো. মোসলেউদ্দিনের মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন। 

পুলিশ ও শিশুদের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় ক্লাশ শেষে দুজন একসঙ্গে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরঘাট থেকে পানির গভীরতা বেশি থাকায় তারা ডুবে যায়। একপর্যায়ে তাদের পুকুরঘাটে না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে নেমে দুজনকে ডুবন্ত উদ্ধার করেন স্বজনরা। উদ্ধারের পর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম