Logo
Logo
×

সারাদেশ

বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির পাঙাস

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৮ পিএম

বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির পাঙাস

বরগুনার বিষখালী নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১৬ কেজি ওজনের এক বিশাল আকারের পাঙাস মাছ।

বৃহস্পতিবার সকালে পাথরঘাটার কালমেঘা এলাকায় এক জেলের বড়শিতে এ পাঙাস মাছটি ধরা পড়ে।

পরে মাছটি বিক্রির জন্য বরগুনা শহরের এক খাবার হোটেলে নিয়ে আসেন। হোটেলের মালিক মজিবুর ১৪ হাজার ৮৫০ টাকায় মাছটি ক্রয় করেন।

এ সময় মজিবুর সাংবাদিকদের বলেন, পায়রা ও বিষখালী নদীতে ধরা বড় বড় আকারের মাছগুলো আমার কাছেই বিক্রি করতে আসেন জেলেরা। এরই ধারাবাহিকতায় আমার কাছে বিক্রি করতে এলে নদীর এই পাঙাস মাছটি ৯শ টাকা কেজি দরে আমি কিনে নেই। আমার হোটেলে প্রায় সময়ই বড় সাইজের মাছ বিক্রি হয় এবং অনেকেই দূর-দূরান্ত থেকে আমার খাবার হোটেলে খেতে আসেন।

বরগুনার মাছ ব্যবসায়ী জাকির হোসেন মিলু জানান, পায়রা ও বিষখালী নদীর পাঙাস মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে। এখানকার নদীর পাঙাসের স্বাদ কখনো পরিবর্তন হয়নি। বরগুনা ছাড়া দেশের বিভিন্ন বড় বড় শহরে নিয়ে এই পাঙাস বিক্রি হয়। অনেক দিন পরে এত বড় সাইজের পাঙাস মাছ বরগুনায় দেখতে পাওয়া গেছে।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, বরগুনায় প্রধান প্রধান তিনটি নদী রয়েছে। পায়রা, বিষখালী ও বলেশ্বর। বছরের প্রায় সময়ই এই নদীতে বড় বড় পাঙাস মাছ ধরা পড়ে।

তিনি আরও জানান, ২২ দিন সরকারের দেওয়া নিষেধাজ্ঞা থাকায় সব রকমের মাছ ধরা নিষিদ্ধ ছিল। মাছ চলাচলে বাধা না পাওয়ায় পাঙাস প্রচুর পরিমাণে ছোট মাছ খেতে এসব নদীতে বিচরণ করে থাকে। এ সময়ে নদীতে পোনা জাতের মাছের পরিমাণও বেশি থাকে। পাঙাস মাছের স্বভাব হলো- যেখানে খাবার বেশি থাকে সেখান থেকে স্থানান্তরিত হয় না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম