পদ্মার এক কাতলার দাম ৫৫ হাজার টাকা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পিএম
পদ্মা নদীতে ধরা পড়া ২৫ কেজি ওজনের কাতলা মাছ
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া ২৫ কেজি ওজনের বিশাল একটি কাতলা মাছ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। হাসিবুর রহমান নামে ইতালি প্রবাসী রাঙ্গামাটির এক ব্যক্তি অনলাইনের মাধ্যমে মাছটি কিনে নেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান এলাকায় জাল ফেলে মাছটি শিকার করেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জেলে কালিপদ হালদার।
সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে মোহন মণ্ডলের আড়তে আনা হলে নিলামের মাধ্যমে মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ২ হাজার ১শ টাকা কেজি দরে ৫২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেন।
সম্রাট শাহজাহান যুগান্তরকে বলেন, কাতলা মাছটি মোহন মণ্ডলের আড়ত থেকে ৫২ হাজার ৫০০ টাকায় ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে ভিডিও ও ছবি অনলাইনে শেয়ার করি। পরবর্তীতে হাসিবুর রহমান নামে ইতালি প্রবাসী এক ব্যক্তি কেনার জন্য যোগাযোগ করলে ২ হাজার ২শ টাকা কেজি দরে ৫৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেই। বিকালে মাছটি বিশেষ ব্যবস্থায় রাঙ্গামাটিতে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে লোক মারফত পাঠিয়ে দেই।
তিনি আরও বলেন, পদ্মা নদীর বড় আকৃতির কাতলা, রুই, ইলিশ, চিতল, পাঙাস, রিঠাসহ বড় ধরনের মাছের চাহিদা ব্যাপক। এক্ষেত্রে দামটাও একটি বেশি হয়। তারপরও আমরা ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে একটু চড়া দামেই এ ধরনের মাছ কিনে থাকি। ক্রয়কৃত বড় মাছের ছবি ও ভিডিও অনলাইনের শেয়ার দেওয়ার অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়।
