Logo
Logo
×

সারাদেশ

জুলাই বিপ্লব ছিনতাই করার চেষ্টা চলছে: মামুনুল হক

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৪:৩২ এএম

জুলাই বিপ্লব ছিনতাই করার চেষ্টা চলছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের পর দেশে বিরোধী শক্তি সেই চেতনাকে ছিনতাই করার চেষ্টা করছে। তিনি বলেন, এই বিপ্লবের প্রকৃত ধারক ছিলেন ইসলামী জনতা, যার বীজ শাপলা চত্বরের ২০১৩ সাল থেকেই রোপিত এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে তা দৃঢ় রূপ পেয়েছে।

শনিবার বিকেলে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, সাল বছর ধরে আমরা ফ্যাসিবাদী অত্যাচার সহ্য করেছি, কারাগারের অন্ধকার কুঠুরিতে গৃহীত থেকেও আমরা কোনোভাবে স্বৈরাচারের সঙ্গে আপোষ করিনি। আমাদের কাঙ্ক্ষিত বিজয়েই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলবো—ইনশাআল্লাহ।

মামুনুল হক আরও উল্লেখ করেন, বর্তমান গণজোয়ার প্রমাণ করেছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং বাংলার মানুষ দুর্নীতিপূর্ণ ও নিপীড়ক কোনো শাসনের চাইতে মুক্ত, ন্যায় ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র চায়। নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের বাস্তবায়নেরও জোর দাবি জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিমুদ্দিন শাহ জামালী। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ময়মনসিংহ-২ আসনে দলের মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

সমাবেশে উপস্থিত সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থ ও জাতীয় পরিচয়ের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জনতাকে সাংবিধানিক ও শান্তিপূর্ণ প্রক্রিয়ায় প্রকৃত পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম