Logo
Logo
×

সারাদেশ

বরিশাল-১ আসনে কে হচ্ছেন ধানের শীষের প্রার্থী

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম

বরিশাল-১ আসনে কে হচ্ছেন ধানের শীষের প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির চার নেতা ধানের শীষের মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন।

তারা হলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বে থাকা আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

ধানের শীষের সম্ভাব্য চারজন প্রার্থীই দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। পাশাপাশি কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচি পালন করছেন। তৃণমূল নেতাকর্মীরা নিজ নিজ প্রার্থীর পক্ষে মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করছেন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) আওয়ামী লীগ সাতবার, জাতীয়তাবাদী দল (বিএনপি) তিনবার, জাতীয় পার্টি দুইবার নির্বাচিত হয়েছিলেন। এ কারণে বরিশাল-১ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ এ আসনে কে হচ্ছেন ধানের শীর্ষের প্রার্থী।

গত ২৭ অক্টোবর বিকালে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুছুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলকে সাক্ষাতের জন্য ডাকা হয়েছিল।

সাক্ষাৎ শেষে বেরিয়ে গাজী কামরুল ইসলাম সজল মিডিয়াকে জানিয়েছিলেন- বরিশাল-১ আসনে কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নির্বাচনি এলাকায় গিয়ে দলের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।

ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান একটি সভায় বলেন, বিএনপির কেন্দ্র থেকে কাউকে এখনও মনোনয়ন বা গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। কোনো কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়ন প্রাপ্তির সংবাদ প্রচার করে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্তি করছেন।

 

এ ঘটনার পর ১ নভেম্বর রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- কিছু কুচক্রী মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকলের মাধ্যমে একটি অসত্য ভিডিও গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এটি বানোয়াট ও ভিত্তিহীন; যা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে।

এ ব্যাপারে জহির উদ্দিন স্বপন সমর্থিত উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনের মনোনয়ন প্রাপ্তির যে সংবাদ দেখতে পেয়েছি- আমি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে কোনো সত্যতা পাইনি।

এ ব্যাপারে আকন কুদ্দুছুর রহমান সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু জানান, কেন্দ্র থেকে মনোনয়ন প্রদানের কোনো সংবাদ না আসা পর্যন্ত আমরা বিশ্বাস করি না। এ ধরনের সংবাদে দলীয় নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ্বে থাকেন।

ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুবল ইসলাম বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশাল-১ আসন নিয়ে যে সংবাদ দেখা গেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিথ্যা দাবি করেছেন।

এ ব্যাপারে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সমর্থিত উপজেলা যুবদল সদস্য সচিব সাইফুল ইসলাম সিপন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়ন প্রাপ্তির খবর মিথ্যা। এ ধরনের কোনো সংবাদ মিডিয়ায় দেখিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম