ঘোড়ারগাড়িতে চড়িয়ে শিক্ষকের রাজসিক বিদায়
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিদায় সব সময়ই বেদনার হলেও কখনো কখনো তা বেদনা ছাপিয়ে চিরস্মরণীয় হয়ে থাকে। ঘোড়ারগাড়িতে চড়িয়ে এমনই এক রাজসিক বিদায় জানানো হয়েছে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) দিলীপ কুমার সরকারকে।
রোববার অবসরজনিত বিদায় বেলায় বর্ণিল এ আয়োজনে সহকর্মী ও শিক্ষার্থীদের এমন সংবর্ধনা পেয়ে মুগ্ধ ওই শিক্ষক।
আয়োজকরা জানান, ফুল-বেলুন দিয়ে সাজানো হয় ঘোড়ার গাড়ি। শিক্ষকের বসার জন্য রাখা হয় সোফা। শিক্ষকের গলায় পরানো হয় তাজা গাঁদা ফুলের মালা। এমন বর্ণিল সাজে বিদ্যালয় থেকে শিক্ষকের বাড়ি পার্শ্ববর্তী লালপুরের চংধুপইল পর্যন্ত রেখে আসা হয় প্রিয় শিক্ষককে।
এ সময় শিক্ষককে বহনকারী ঘোড়ারগাড়িকে অনুসরণ করে প্রধান সড়কের দুই ধার বেয়ে শিক্ষার্থীরা হাঁটতে থাকে।
এর আগে বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনীতা রাণীর সভাপতিত্বে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেন এবং উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় শিক্ষক টিপু সুলতান, শিক্ষক জয়নুল আবেদীন, কর্মচারীদের পক্ষে রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বিদায়ী শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন, অবসরে যাওয়ার আগে আমি মানসিকভাবে কিছুটা ভারাক্রান্ত ছিলাম। তবে সহকর্মী ও শিক্ষার্থীরা বিদায়ের দিন আমাকে যে সম্মান দিয়েছে তাতে আমি অভিভূত।
বিদ্যালয়ের শিক্ষক গোলাম ফারুক পিন্টু বলেন, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের কাছে শিক্ষাগুরুর মর্যাদাকে তুলে ধরতে তাকে সুসজ্জিত ঘোড়ারগাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনীতা রাণী বলেন, বিদায়ের কষ্ট লাঘবের পাশাপাশি শিক্ষক হিসেবে তার যোগ্য সম্মান দিতেই ব্যতিক্রমী এমন আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষক দিলীপ কুমার সরকার ১৯৯৬ সালের ২ মে ট্রেড ইন্সট্রাক্টর (বিল্ডিং অ্যান্ড মেইনটেনেন্স) হিসেবে যোগদান করে ৩০ অক্টোবর অবসর গ্রহণ করেন।
