Logo
Logo
×

সারাদেশ

‘তারেক রহমানের নেতৃত্বে আগামীতে রেইনবো পার্লামেন্ট গঠিত হবে’

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

‘তারেক রহমানের নেতৃত্বে আগামীতে রেইনবো পার্লামেন্ট গঠিত হবে’

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ সব জাতিসত্তাকে নিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে চাই। যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না। এ কারণে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি রেইনবো পার্লামেন্ট গঠিত হবে। যেখানে সব দলের প্রতিনিধিত্ব থাকবে।

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলা ও পৌর শাখা যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার বিকাল ৫টায় কলাপাড়া পৌর শহরের নতুনবাজার এলাকার দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার।

এ সময় সভামঞ্চে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, বিশ্বাস শফিকুর রহমান টুলু, কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মজিবর রহমান ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন আহমেদ রতন।

এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, গত ১৭ বছর আন্দোলন করতে গিয়ে বিএনপির ২০ হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। বিএনপি নেতাকর্মীদের নামে ৬০ লাখ মামলা হয়েছে।

যুবদল, ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপির এই নেতা বলেন, এ দেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন করার কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছিলেন। সে জন্য গণআন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগের মতো যাতে পালিয়ে যেতে না হয় সেজন্য বিএনপি নেতাকর্মীদের সবাইকে সতর্ক থেকে কাজ করতে হবে। আমরা জনমানুষের জন্য ভালো কাজগুলো করে জনমানুষের মন জয় করে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে চাই।

আওয়ামী লীগের যারা অন্যায় করেনি তাদের কথা উল্লেখ করে এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়ার যেসব আওয়ামী লীগ নেতা নির্দোষ, তাদের ওপর কোনোভাবেই জুলুম করা যাবে না। তারা যেন নিরাপদে বসবাস করতে পারে সেজন্য বিএনপির তিনি সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সমাবেশের আগে এক শোভাযাত্রা বের করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম