Logo
Logo
×

সারাদেশ

ঢাকাগামী বাস থেকে ১৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

ঢাকাগামী বাস থেকে ১৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ

ফাইল ছবি

জাটকায় সয়লাব কলাপাড়ার গোটা উপকূল। কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার ছয়টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে অন্তত ১৪০০ কেজি (৩৫ মণ) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। ৩১টি ককশিটে বোঝাই করে মহিপুর-আলীপুর থেকে বিভিন্ন স্থানে এসব জাটকা ইলিশ চালান করা হচ্ছিল।

রোববার (২ নভেম্বর) রাতে কলাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে মিজান, ডলফিন, মিমজালসহ ছয়টি ঢাকাগামী বাসে তল্লাশী চালিয়ে এ পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব জাটকা ৫০টি এতিমখানার শিক্ষার্থীসহ কলাপাড়া পৌরসভার ৩০জন পরিচ্ছন্নকর্মীকে বিতরণ করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেন। এ সময় বাস চালকদের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম