তৃতীয় শ্রেণির ছাত্রীকে পাশবিক নির্যাতন
সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর সোনাগাজীতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের ঘটনায় পিন্টু দাস নামে এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের সহযোগিতায় রোববার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পিন্টু দাস (৪৫) উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ক্ষুদিরাম জলদাসের ছেলে।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, ১ নভেম্বর শনিবার বিকালে বিষ্ণুপুর গ্রামে ছোট ফেনী নদীর তীরে ওই শিশু শিক্ষার্থী খেলতে যায়। সেখান থেকে কৌশলে তাকে তুলে নিয়ে পিন্টু পাশবিক নির্যাতন চালায়।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
