নওগাঁর ছয় আসনের ৫টিতে বিএনপির মনোনয়ন পেলেন যারা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০২:০৯ এএম
নওগাঁয় বিএনপির মনোনয়ন পাওয়া ৫ প্রার্থী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নওগাঁ জেলার বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন- নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে মো. সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) আসনে ডা. ইকরামুল বারী টিপু ও নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে এস এম রেজাউল ইসলাম।
এদিকে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
