নারীদের অধিকার সমান হবে: সেলিমা রহমান
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী সেলিমা রহমান বলেছেন, জনতার শক্তি, পরিবর্তনের প্রতীক ধানের শীষেই মুক্তি। বিএনপি নির্বাচিত হলে ৩১ দফার আলোকে রাষ্ট্র মেরামত করাসহ নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে।
বুধবার বিকালে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় মহিলা দলের উঠান বৈঠকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে নারী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা আলোকে ভবিষ্যতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চান। ৩১ দফের মধ্যে শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নয়নের কথা বলা হয়েছে। এর মাধ্যমে বেকার নারীদের কর্মসংস্থানের সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলা হবে।
উপজেলা জাতীয় মহিলা দলের সভাপতি মোসাম্মৎ হাবিবা রহমানের সভাপতিত্বে ও মারুফা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি সেলিমা রহমান বলেন, তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি নতুন বাংলাদেশের রূপরেখা। নারীদের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এ দফাগুলো যুগান্তকারী ভূমিকা রাখবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাবেক বিএনপির সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার। সমাবেশে আরও বক্তব্য রাখেন- বরিশাল-৪ আসনের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা কৃষক দলের সভাপতি মহাসিন আলম, আমিনুল ইসলাম ভিপি লিমন, জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ কামাল সরদার, সেলিম সরদার, মো. ফরিদ শিকদার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. শহীদ প্যাদা, ইউপি সদস্য রিপন, শ্রমিক দলের নেতা আব্দুল মান্নান হাওলাদার, কেদারপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস মোল্লা, মো. জাকির হোসেন প্রমুখ।
