জয়পুরহাট-২ আসন
মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা গোলাম মোস্তফার সমর্থকদের বিক্ষোভ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের আক্কেলপুরে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের মনোনয়ন বঞ্চিত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভকারীরা জয়পুরহাট-২ আসনে সদ্য বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাবেক সচিব ও বিভাগীয় কমিশনার আব্দুল বারীকে ‘অতিথি পাখি’ আখ্যা দিয়ে- ‘অতিথি পাখি বারীকে চাই না, চাই না’সহ তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুলের নেতৃত্বে- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা নুর ইসলাম নুহু মেম্বার, নুরু মেম্বার, যুবনেতা শামীম, মোস্তাফিজুর রহমান গোল্লা, বিএনপি নেতা সেকিন্দার, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির রানাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে বঞ্চিত করে বহিরাগত অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে রাজনৈতিক মাঠে কখনো দেখা যায়নি, এমনকি কোনো আন্দোলন-সংগ্রামেও অংশ নেননি। তিনি ‘অতিথি পাখির মতো’ হঠাৎ এলাকায় এসে মনোনয়ন পেয়ে গেছেন, যা তৃণমূল নেতাকর্মীদের প্রতি চরম অবমূল্যায়ন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল বলেন, আমরা এলাকা থেকে নেতাকর্মীরা ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে আন্দোলনে গিয়েছিলাম। সেই সময় পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা করেছিল। তখন বারী সাহেব ঢাকাতেই ছিলেন। কিন্তু তিনি নেতাকর্মীদের কোনো সাহায্য করেননি। রাজশাহী মহাসমাবেশসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে আরও মনোনয়ন প্রত্যাশী ওবায়দুর রহমান চন্দন, সিরাজুল ইসলাম বিদ্যুৎ, আব্বাস আলীসহ আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ছিলেন। কিন্তু তিনি কোনো আন্দোলনে ছিলেন না। তিনি সম্পূর্ণ একজন অরাজনৈতিক ব্যক্তি।
এ ব্যাপারে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত দলীয় মনোনয়ন নিয়ে কোনো প্রার্থীর পক্ষ-বিপক্ষে বিক্ষোভ করা সম্পূর্ণ নিষেধ। এরপরও যদি কেউ এ ধরনের কার্যক্রমে লিপ্ত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দল থেকে মনোনয়ন না দেওয়ায় কর্মী-সমর্থকদের বিক্ষোভ করা সম্পর্কে জানতে চাইলে- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।
