পটুয়াখালী-৩
হাসান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ
যুগান্তর প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের সমর্থকরা বুধবার সন্ধ্যায় গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে এখন উত্তেজনা, কৌতূহল আর জল্পনা বিরাজ করছে। বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি, আর তাতেই রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হলো বলে মনে করছেন স্থানীয়রা।
তবে কেন্দ্রের এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের সমর্থকরা বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সন্ধ্যায় উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গলাচিপা-দশমিনার গণমানুষের নেতা হাসান মামুনের নাম বিএনপির প্রার্থী হিসেবে অবিলম্বে ঘোষণা করতে হবে। দল যদি তার নাম ঘোষণা না করে, তাহলে আন্দোলন আরও তীব্র করা হবে।
তারা আরও বলেন, হাসান মামুন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থেকে দলকে সংগঠিত করেছেন। তার জনপ্রিয়তা, ত্যাগ ও গ্রহণযোগ্যতার কারণে পটুয়াখালী-৩ আসনে তিনিই সর্বাধিক যোগ্য প্রার্থী। দলীয় সিদ্ধান্তে বিলম্ব করে নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বিক্ষোভ ও সমাবেশের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, গলাচিপা-দশমিনার জনগণ হাসান মামুনকেই তাদের প্রার্থী হিসাবে দেখতে চায়। বিএনপির ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘোষণা না হওয়া পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশসহ আরো কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।
সমাবেশে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম তালুকদার, মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, দপ্তর সম্পাদক প্রভাষক ফজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক সাগর খান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মুনতাসীর মামুন, পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে- এই আসনটি নাকি রাখা হয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জন্য। এমন সম্ভাবনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সর্বত্রই শুরু হয়েছে তুমুল আলোচনা।

