Logo
Logo
×

সারাদেশ

পাবনা-৩

বিএনপি প্রার্থী তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনের ডাক হীরার

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

বিএনপি প্রার্থী তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনের ডাক হীরার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের প্রার্থিতা বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা। বুধবার রাতে পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার নিজ অফিসে ফেসবুক লাইভর মাধ্যমে এ ঘোষণা দেন। 

পরে ওই নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন এবং আগামী শনিবার বিকালে পৌর শহরের বালুরচর মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশ ডাকেন এই বিএনপি নেতা।

মূলত সেই সমাবেশ থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনের দিকনির্দেশনা দেওয়ার ঘোষণা দেন তিনি।

জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর এই তিন উপজেলা নিয়ে গঠিত পাবনা-৩ আসনের মধ্যে সবচেয়ে ভোটার সংখ্যা বেশি চাটমোহর উপজেলায়। ভোটার সংখ্যা বেশি হলেও বিগত দিনগুলোতে এ উপজেলা থেকে কোনো এমপি পাননি উপজেলাবাসী। এতে উন্নয়ন বঞ্চিত হয়ে আসছিল এই উপজেলার সাধারণ মানুষ। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর চাটমোহরবাসী স্বপ্ন দেখা শুরু করেছিলেন বিএনপি থেকে আগামী নির্বাচনে এই উপজেলাবাসী প্রার্থী পাবেন। 

কিন্তু পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ও সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন। এরপর থেকেই বিএনপি নেতাকর্মী ও চাটমোহরের সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়। শুধু তাই নয়, এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। বিশেষ করে দুই হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার অনুসারীরা ক্ষোভে ফেটে পড়েন। 

অনেকেই দলীয় সিদ্ধান্ত মেনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হাসান জাফির তুহিনের সঙ্গে কাজ করলেও মন থেকে অনেকেই মেনে নিতে পারছেন না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ক্ষোভ দেখা দেয় চাটমোহর উপজেলার সাধারণ মানুষের মধ্যেও।

অন্যদিকে পাবনা-৩ আসনে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে ‘বহিরাগত’ প্রার্থীকে মনোনয়ন দিয়ে ঘাড়ে চাপানোর বিষয়টি মেনে নিতে না পেরে এবার মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দিলেন দুই হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী। প্রার্থী বাতিল না করলে ভোটের সমীকরণে এ আসন হারানোর আশঙ্কা করছেন এলাকার অধিকাংশ বিএনপি নেতা। 

চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল যুগান্তরকে বলেন, দীর্ঘদিন বহিরাগত এমপির কারণে চাটমোহর উন্নয়ন বঞ্চিত হয়েছে। সাধারণ মানুষ ও তরুণ ভোটাররা আর বহিরাগত প্রার্থী মেনে নেবে না। এ অবস্থায় স্থানীয় জনমতকে গুরুত্ব না দিলে বিএনপি এ আসনে ঝুঁকিতে পড়বে। তাই তিনি দেশনায়ক তারেক রহমানের প্রতি প্রার্থিতা পুনর্বিবেচনার আহ্বান জানান।

জানতে চাইলে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা যুগান্তরকে বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন একজন কেন্দ্রীয় নেতা ও সুজানগরের বাসিন্দা। পাবনা-৩ এলাকার মানুষ তাকে চেনে না। দলের (বিএনপি) পক্ষ থেকে একজন বহিরাগত প্রার্থীকে এ আসনে চাপিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই এ আসনের জামায়াতের নেতাকর্মীরা মিলাদ পড়াচ্ছেন, মিষ্টি বিতরণ করছেন। এতেই বোঝা যায়, জামায়াত কতটা খুশি হয়েছে এ ঘোষণায়।

তিনি আরও বলেন, যে মানুষকে কেউ চেনে না, যার গ্রহণযোগ্যতা নেই এমন মানুষকে পাবনা-৩ এর মানুষ মেনে নেবে না। দল কী চায়? দলের কাছে একজন নেতা, নাকি একটি আসন জেতা বড়? তাই মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছি। আশা করি দলের হাইকমান্ড এই এলাকার মানুষের মনের ভাষা বুঝবে এবং সিদ্ধান্ত পরিবর্তন করবে।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম