Logo
Logo
×

সারাদেশ

অধ্যক্ষের দুর্নীতি, তদন্তে এসে বেফাঁস মন্তব্য তদন্ত কর্মকর্তার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

অধ্যক্ষের দুর্নীতি, তদন্তে এসে বেফাঁস মন্তব্য তদন্ত কর্মকর্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মোহা. মুনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

এ অনিয়ম ও দুর্নীতির তদন্তে এসে মাউশির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও তদন্ত কমিটির প্রধান মোহা. আছাদুজ্জামান বেফাঁস মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী কলেজের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক আব্দুস সাত্তার জানান, বুধবার (৫ নভেম্বর) মাউশির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহা. আছাদুজ্জামান ও সহকারী পরিচালক আলমাছ উদ্দিন কলেজে তদন্তে আসেন; কিন্তু তদন্ত সম্পন্ন না করেই তারা তড়িঘড়ি করে কলেজ ত্যাগ করেন।

তদন্ত শেষ হওয়ার আগেই শিক্ষক মিলনায়তনে উপস্থিত শিক্ষকদের সামনে তদন্ত কর্মকর্তা আছাদুজ্জামান বলেন, অধ্যক্ষ মুনিরুল ইসলাম অর্থনৈতিকভাবে স্বচ্ছ, তার চাকরির মেয়াদ আর ছয় মাস, যেন ভালোভাবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলেও মন্তব্য করেন।

এ সময় উপস্থিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল ইসলাম বলেন, তদন্ত কাজ শেষ না করেই পরিচালক স্যার অধ্যক্ষের পক্ষে মন্তব্য করে চলে যান। সব পক্ষের কথা না শুনে এভাবে মন্তব্য করা পক্ষপাতমূলক তদন্তের পরিচায়ক।

ভূগোল বিভাগের প্রদর্শক আল আমিন গাজীও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, পরিচালক স্যার তদন্ত অসম্পূর্ণ রেখেই অধ্যক্ষকে অর্থনৈতিকভাবে স্বচ্ছ ঘোষণা দিয়েছেন।

অভিযোগকারী আব্দুস সাত্তার আরও বলেন, তদন্তকারীরা প্রথমে আমাকে ৮-১০ জন শিক্ষকের সামনে জবানবন্দি দিতে বাধ্য করেন। আমি দিতে না চাইলেও চাপ সৃষ্টি করা হয়। এটি লোক দেখানো তদন্ত ছিল। আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাব, এ কমিটি বাতিল করে উচ্চপর্যায়ের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক।

তদন্ত কমিটির প্রধান ও মাউশির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহা. আছাদুজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটি কলেজ পরিদর্শনে আছি। পরে কথা বলি। এরপর তিনি ফোন কেটে দেন।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ, অনিয়ম ও দুর্নীতিতে কোটিপতি বনে গেছেন অধ্যক্ষ মনিরুল ইসলাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।  এরপর শুরু হয় তোলপাড়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অধ্যক্ষের ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম