Logo
Logo
×

সারাদেশ

বিএনপি জনগণের কথা বোঝে ও শুনে: হারুনুর রশিদ

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

বিএনপি জনগণের কথা বোঝে ও শুনে: হারুনুর রশিদ

বক্তব্য রাখছেন লায়ন মো. হারুনুর রশিদ। ছবি: যুগান্তর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আমি এতদিনে এটুকু বুঝেছি- মানুষের সেবা করাটাই বড় রাজনীতি। আর আমি শহীদ জিয়ার দল বিএনপির রাজনীতি করি। যেই দল জনগণের কথা বোঝে ও শুনে। তাই বিএনপি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশেনের উদ্যোগে ফ্রি ব্ল্যাড গ্রুপিংয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এক ব্যাগ রক্তের বিনিময়ে একটি মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একজন সুস্থ ব্যক্তি যেহেতু নিদিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন, সেজন্য প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা থাকা অতি জরুরি। 

লায়ন হারুন বলেন, আমি রাজনীতিতে আসার আগে লায়নস ক্লাবের গর্ভনর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি গর্ভনর থাকাকালীন এক বছরে আড়াই হাজার ব্যাগ রক্ত জোগাড় করেছিলাম। কয়েকশ মানুষকে চোখের অপারেশন করিয়ে নতুন জীবন দান করার চেষ্টা করেছি। রাজনীতিতে আসার পর দেখেছি, ওই একই কাজ করতে হচ্ছে আমাকে। অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুখ-দুঃখের কথা শোনা, প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। 

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য এ আয়োজনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংগঠক শামীম হাসানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সোহেল খান, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, পৌর যুবদলের শাওন পাঠান, লায়ন হারুনের বড় ছেলে সাদমান অপূর্ব, তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন সর্দার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম