Logo
Logo
×

সারাদেশ

‘দুর্বার আন্দোলনে ভারতের কাছ থেকে পদ্মার ন্যায্য পানি আদায় করা হবে’

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম

‘দুর্বার আন্দোলনে ভারতের কাছ থেকে পদ্মার ন্যায্য পানি আদায় করা হবে’

পদ্মা কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্বার আন্দোলনের মাধ্যমে ভারতের কাছ থেকে পদ্মা নদীর ন্যায্য পানি আদায় করা হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ এসব কথা বলেন।

‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির  সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুনুর রশিদ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নাচোল ডাকবাংলো  মাঠে নাচোল পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক শাজাহান মিঞা।

এছাড়া নাচোল পৌর বিএনপির সভাপতি মোশেদ্দুকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, কসবা ইউপির চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে  বক্তারা বলেন, ভারত যদি আমাদের বন্ধু হতো, তাহলে হত্যাকারী, গুম ও বিচারবহির্ভূত হত্যার দায়ীরা, যারা বিনা ভোটে অন্যায়ভাবে ১৫ বছর ক্ষমতা দখল করেছে তাদের আশ্রয় দিত না। বরং বাংলাদেশের কাছে ফেরত দিত। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা জনগণের বন্ধু না বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় বক্তারা বলেন, নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম