Logo
Logo
×

সারাদেশ

রাসেলস ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

রাসেলস ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃষ্ণনগর গ্রামে বিষাক্ত রাসেলস ভাইপার সাপের কামড়ে বাদশা শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কৃষ্ণনগর গ্রামে নিজ বাড়ির পাশে কচুরিপানা পরিষ্কার করার সময় তাকে সাপে কামড় দেয়।

মৃত বাদশা শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে বাদশা শেখ নিজ বাড়ির পাশের একটি ডোবায় কচুরিপানা পরিষ্কার করার জন্য নামেন। এ সময় হঠাৎ একটি বিষধর রাসেলস ভাইপার সাপ তাকে কামড়ে দেয়। কামড়ের পরপরই পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতাল নিয়ে গেলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, আমার ইউনিয়নে বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপের কামড়ে মারা যান। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত বাদশা ছিলেন এলাকায় একজন পরিশ্রমী ও সদালাপী ব্যক্তি ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম