Logo
Logo
×

সারাদেশ

সাড়ে ৩১ কোটি টাকার জাল আটক

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

সাড়ে ৩১ কোটি টাকার জাল আটক

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩১ কোটি ৫০ লাখ টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে নিষিদ্ধ এই জাল জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা।

অভিযানে থাকা কোস্টগার্ডের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৫ নভেম্বর রাতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ মেঘনা নদীর সবুজ বয়াসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক ১টি ইঞ্জিনচালিত স্টিলের বোটে তল্লাশি করে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ সময় জালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং বোট ক্রুদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।

মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান অভিযানে থাকা সদস্যরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম