Logo
Logo
×

সারাদেশ

বাকেরগঞ্জে পৌর কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা আটক

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

বাকেরগঞ্জে পৌর কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা আটক

বরিশালের বাকেরগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে পৌর কাউন্সিলরসহ পাঁচজন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম খান, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নেছার উদ্দিন, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম মৃধা, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম এবং রঙ্গশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম