বিমানের সঙ্গে ধাক্কায় প্রাণ হারাল কুকুর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে একটি কুকুর প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কক্সবাজার বিমানবন্দরে। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এই ধাক্কার কারণে বিমান ছাড়তে ১ ঘণ্টা দেরি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার একটি ফ্লাইটের সঙ্গে ঘটনাটি ঘটে। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ইউএস-বাংলার কক্সবাজারের ইনচার্জ আহমদ মুসা।
তার ভাষ্যমতে, কক্সবাজার ছেড়ে ঢাকায় আসছিল ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটি। সেই ফ্লাইটে ছিলেন ৭০ জন যাত্রী। তবে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে কিছু একটার ধাক্কা অনুভব করেন পাইলট। যার ফলে উড্ডয়ন না করে বিমানটি পার্কিংয়ে ফিরিয়ে আনা হয়। বিমানের কোনো ত্রুটি আছে কি না সেটাও যাচাই করা হয়।
কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঘটনার পরপরই কুকুরটিকে রানওয়ে থেকে সরানোর কাজটি সারা হয়। এই ঘটনায় উড়োজাহাজের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।
রানওয়েতে কুকুর কী করে ঢুকে পড়ে, তা নিয়ে বিস্ময় তৈরি হয়। তবে গোলাম মুর্তজা জানান, রানওয়ের পশ্চিম পাশের এলাকায় অবকাঠামোগত কিছু কাজ চলছে। সেখান দিয়ে ঢুকে থাকতে পারে সে কুকুর। ইতোমধ্যেই এই বিষয়ে সতর্কতা বাড়ানো হয়েছে।
তবে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কার ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের ২ আগস্টও একই ঘটনা ঘটেছে সেখানে।

