সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্য নিহত, বাসে আগুন
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৫:১৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন আকন নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে আইরিন আক্তার এবং অপর এক আরোহী গুরুতর আহত হয়।
শুক্রবার বিকালে বরিশাল- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে একটি বাসটি অটোরিকশাকে চাপা দিলে আনোয়ার হোসেন আকন নিহত হন।
এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত আনোয়ার হোসেন আকন (৩৮) উপজেলার দুধারিয়া গ্রামের আব্দুল খালেক আকনের ছেলে। তিনি বিজিবি সদস্য; তবে র্যাব ১১তে প্রেষণে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকালে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এবং অটোরিকশার যাত্রী আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। তার মেয়ে আইরিন আক্তার ও অপর একজন গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে পড়া ছিল। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
