Logo
Logo
×

সারাদেশ

বেড়াতে গিয়ে প্রেমিকার দায়ের কোপে প্রেমিক হাসপাতালে

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৬:১৭ এএম

বেড়াতে গিয়ে প্রেমিকার দায়ের কোপে প্রেমিক হাসপাতালে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকলায় প্রেমিকার দায়ের কোপে প্রেমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার প্রেমিক আল আমিন ও প্রেমিকা সাদিয়া উপজেলার নিকলায় বেড়াতে যায়। সেখানে প্রেমিকা সাদিয়া তার প্রেমিক আল আমিনকে দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

আল আমিন উপজেলার পুখুরিয়া শিয়ালকোলের আব্দুল বারেকের ছেলে।

সাদিয়া জানান, আল আমিনের সঙ্গে তার দীর্ঘ ৪ বছরের সম্পর্ক। এর মধ্যে আল আমিন তাকে ঢাকায় নিয়ে বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে কিছুদিন বসবাস করে ফেলে পালিয়ে যায়। পরে সাদিয়া ঢাকাতেই আল আমিনের বিরুদ্ধে একটি মামলা করেন। আল আমিন বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন। এছাড়া আমার সঙ্গে ঘরসংসার করার পরও গোপনে বিয়ে করে ফেলে। তাকে বিয়ে করার কথা বললে সে নানা অজুহাত দেখায়। তাই সহ্য করতে না পেরে কোপ দিয়েছি।

প্রেমিক আল আমিন জানান, সাদিয়ার সঙ্গে তার মোবাইলে পরিচয় ও যোগাযোগ। তার সঙ্গে এমন কোনো সম্পর্ক হয়নি।

সাদিয়াকে নিয়ে ঘুরতে আসার কারণ জানতে চাইলে তিনি জানান, না, আসলে আমার পরিবারকে জানিয়ে অশান্তি সৃষ্টি করতে পারে, সেই ভয়ে এসেছিলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম