Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় যুবলীগ নেতা হালিমসহ গ্রেফতার ৩

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

কুমিল্লায় যুবলীগ নেতা হালিমসহ গ্রেফতার ৩

গ্রেফতারকৃত কুমিল্লা মহানগর যুবলীগ নেতা আব্দুল হালিম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা মহানগর যুবলীগ নেতা আব্দুল হালিমসহ তিনজনকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃত আব্দুল হালিম কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সিটি করপোরেশন ২২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি এবং কচুয়া এলাকার বাসিন্দা। 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নগরীর কচুয়া চৌমুহনী সংলগ্ন কচুয়া নিজ বাড়ি থেকে ২২নং ওয়ার্ড ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল হালিমকে গ্রেফতার করে। এছাড়াও ২৬নং ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি মো. খোরশেদ আলম এবং ২৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। 

তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম