Logo
Logo
×

সারাদেশ

খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম

খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলো- কুট্টাপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে তাকরিম (৩) ও উচালিয়াপাড়া এলাকার আরাফাত মিয়ার ছেলে আদনান (৫)। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই। 

জানা গেছে, কয়েক দিন আগে আদনান তার নানার বাড়ি বেড়াতে আসে। শনিবার সকালে মামাত ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুরের ধারে খেলার একপর্যায়ে অসতর্কতাবশত দুজনই পুকুরে পড়ে যায়। দুপুরে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম