Logo
Logo
×

সারাদেশ

চাঁদাবাজিসহ ৬ মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

চাঁদাবাজিসহ ৬ মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

সন্ত্রাস বিরোধী ও চাঁদাবাজিসহ ছয় মামলার গ্রেফতারকৃত আসামি মো. নুরুল হক রাড়ী (৫৮)। ছবি: যুগান্তর

মাদারীপুরের কালকিনি থেকে সন্ত্রাস বিরোধী ও চাঁদাবাজিসহ ছয় মামলার আসামি মো. নুরুল হক রাড়ী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার (৯ নভেম্বর) রাতে ওই নেতার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুরুল হক রাড়ী দীর্ঘদিন যাবত উপজেলার রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি একই ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের কাসেম রাড়ীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ নেতা নুরুল হক রাড়ী এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, আওয়ামী লীগ নেতা নুরুল হক রাড়ীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম