Logo
Logo
×

সারাদেশ

কাফনের কাপড় জড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Icon

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম

কাফনের কাপড় জড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

কাফনের কাপড় জড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। ছবি: যুগান্তর

পটুয়াখালীর দশমিনায় শরীরে কাফনের কাপড় জড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে মিছিল হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোরে উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত এলাকায় গিয়ে শেষে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদা কাফনের কাপড় পড়ে সামনে থেকে মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রলীগ নেতারা অংশ নেন। সাবেক এমপি এসএম শাহজাদার ছবি সম্বলিত ব্যানার নিয়ে শেখ হাসিনা আসবে দেশে বীরের বেসে ও নৌকাসহ নানান স্লোগান দেন মিছিলে ছাত্রলীগ নেতারা। 

এদিকে, একই দিন উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদসহ শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার ঘটনা ঘটে। 

আরও পড়ুন
পুরান ঢাকার বংশালে আগুন

মিছিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলিম বলেন, মিছিলের বিষয়টি ভোরে জানতে পেরেছি। ওটি ঝটিকা মিছিল ছিল। মিছিল দিয়েই তারা আত্মগোপনে চলে গেছে। আমরা তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম