Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় পেঁয়াজের সেঞ্চুরি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

বগুড়ায় পেঁয়াজের সেঞ্চুরি

বগুড়ায় অত্যাবশ্যকীয় সবজি পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৩৫ থেকে ৪৫ টাকা বেড়ে সেঞ্চুরি অতিক্রম করেছে। বর্তমানে এক কেজি পেঁয়াজ ১২০ টাকা দিয়ে কিনতে হওয়ায় নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে।

ভুক্তভোগীরা এজন্য মজুতদার সিন্ডিকেটকে দায়ী করেছেন। তারা বাজার নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বগুড়া শহরের রাজাবাজার ও ফতেহআলী বাজারের ব্যবসায়ীরা দাবি করছেন, সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। গত মাসে মুড়িকাটা পেঁয়াজ লাগানো হয়েছে। কয়েক দিন আগে টানা বৃষ্টিপাতের কারণে পেঁয়াজের গাছ পচে যায়। এতে ফলন কমে যাওয়ায় বাজারে খুচরা ও পাইকারি পেঁয়াজের দাম বেড়েছে।

শনিবার সকালে বগুড়া শহরের রাজাবাজার, ফতেহআলী বাজার, ফুলবাড়ি, কলেজ বাজার, নামাজগড়, সেউজগাড়ি, ফুলতলাসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকায়। এক সপ্তাহ আগে এ পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৭৫ টাকা কেজি।

ফতেহআলী বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছর শীতের শুরুতে পেঁয়াজের কিছুটা সংকট থাকে। গত কয়েক দিন ধরে মোকামে পেঁয়াজের দাম বেড়েছে। এছাড়া আমদানিও বন্ধ রয়েছে। এসব কারণে খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়ছে।

তিনি আরও বলেন, শিগগিরই আমদানি না হলে পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পাবে।

বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার গৃহবধূ ডালিয়া খাতুন, কাটনারপাড়ার সেকেন্দার আলী, টিনপট্টির শাহাদত হোসেনসহ আরও অনেকে জানান, ৩-৪ দিন আগে বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি সর্বোচ্চ ৮০ টাকায় কিনেছেন। শুক্রবার ও শনিবার বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাইকারি দর ৫ থেকে ১০ টাকা কম। অত্যাবশ্যকীয় সবজি পেঁয়াজের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় তাদের ভোগান্তি বেড়েছে।

সাধারণ জনগণ জানান, পেঁয়াজ বাজারের নিয়ন্ত্রণ এখন কৃষকের হাত থেকে মজুতদারদের হাতে চলে গেছে। প্রতি বছর এ সময় অর্থাৎ শীতের প্রথম দিকে পেঁয়াজের সংকট দেখিয়ে দাম বাড়ানো হয়ে থাকে। প্রতিবারের মতো এবারো মজুতদাররা সিন্ডিকেট করে পেঁয়াজ মজুত করে দাম বাড়াচ্ছে। তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগকে বাজার নিয়ন্ত্রণে এখনই নজরদারি ও তদারকি বৃদ্ধি করতে অনুরোধ জানিয়েছেন।

তারা অভিযোগ করেন, পেঁয়াজের বাজার দর উঠানামা স্বাভাবিক নয়। তাদের অভিযোগ কোনো সিন্ডিকেট পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়িয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম