Logo
Logo
×

সারাদেশ

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন, বরগুনা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

বরগুনার পাথরঘাটায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করায় বাদীকে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

রোববার (৯ নভেম্বর) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বাদী বাদশা মিয়াকে জেলহাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

বাদশা মিয়া বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হামেজ সিকদারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন বাদীর আইনজীবী জাকির খান বশির।

জানা যায়, চলতি বছরের ২৯ এপ্রিল বাদশা মিয়া প্রতিপক্ষ নাসির হাওলাদারসহ সাতজনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে একটি চাঁদাবাজির মামলা করেন। তদন্তে মামলাটির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়- বাদীর স্ত্রী আলেয়া বেগমের আঘাতের ঘটনা আসামিদের মারধরের হয়নি। আঘাত হয়েছে সড়ক দুর্ঘটনায়। মামলা শুনানিতে সাক্ষীদের বক্তব্য ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মনে করেন মামলাটি সম্পূর্ণ মিথ্যা। বাদী প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা তথ্য দিয়ে মামলা করেন। বাদী আদালতে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়ে দোষ স্বীকার করেন। আদালত বাদী বাদশা মিয়াকে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম