Logo
Logo
×

সারাদেশ

বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতারকৃত আ.লীগ নেতা মো. খবির উদ্দিন (৫০)। ছবি: যুগান্তর

পটুয়াখালীর দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. খবির উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার গেটের পূর্ব পাশে অভিযান চালিয়ে খবির উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপির বিক্ষোভ চলাকালে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।  

এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। 

এরপর গত বছরের ৫ আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর ৭ নভেম্বর ২০২৪ তারিখে বিএনপি নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় মামলাটি দায়ের করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম