পদ্মায় মিলল ১৬ কেজির পাঙাশ, দাম কত জানেন?
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীর ১৬ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ নিলামে বিক্রি হয়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীর ১৬ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ নিলামে বিক্রি করা হয়েছে। যার দাম হয়েছে ২০ হাজার টাকা।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১টার দিকে পাঙাশ মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান নিলামে ১হাজার ২শত ৫০ টাকা কেজি দরে কিনে নেন।
পরে তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটের তাঁর মৎস্য আড়তে মাছটি রেখে দিয়েছেন।
এ বিষয়ে দৌলতদিয়ার ৫নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ যুগান্তরকে বলেন, প্রতিদিনের মতো আজও বেলা ১টার দিকে বাজারে মাছ কিনতে যাই। আড়ৎঘরে বিশাল আকারের এই পাঙাশ মাছটি নিলামে তুললে আমিও শরিক হই। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১হাজার ২শত ৫০ টাকা কেজি দরে ২০ হাজার টাকায় মাছটি কিনে নেই। এখন বিক্রির জন্য নিজের আড়ৎঘরে এনে রেখেছি। দরদাম ঠিক হলে মাছটি বিক্রি করে দিবো।

