শরীয়তপুরে আইনজীবী সমিতির কার্যালয়সহ দুই স্থানে বোমা হামলা
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে ও জজ কোর্টের জিপি ও চিকন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি রুবায়েত আনোয়ার মনিরের চেম্বারে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ১টার দিকে শরীয়তপুর জেলার সদর উপজেলার চিকন্দি সহকারী জজ (মোনসেফ) আদালতের আইনজীবী সমিতির কার্যালয় ও আইনজীবীর চেম্বারে এ বোমা হামলার ঘটনা ঘটে।
বোমা হামলায় আইনজীবী সমিতির দেয়াল ও আইনজীবীর চেম্বারের সাঁটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বোমার আলামত উদ্ধার করেছে।
এ ঘটনার প্রতিবাদে চিকন্দি আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন হয়েছে।
জজ কোর্টের জিপি ও চিকন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি রুবায়েত আনোয়ার মনির জানান, আইনজীবী সমিতির কার্যালয়ে এবং চিকন্দি বাজারে অবস্থিত তার চেম্বারে রোববার দিবাগত রাত ১টার দিকে কে বা কারা বোমা হামলা করে পালিয়ে যায়। এতে আইনজীবী সমিতির কার্যালয়ের ক্ষতিগ্রস্ত হয়। গভীর রাতে বোমার বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে চিকন্দি আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে একটি মানববন্ধন হয়েছে। এতে আইনজীবীসহ তাদের সহকর্মীরা অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন- চিকন্দি আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান তালুকদার, চিকন্দি আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন্দ, অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার প্রমুখ।
চিকন্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সজীব ফকির বলেন, আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এ বোমা হামলা করেছে।
অ্যাডভোকেট আব্দুল মান্নান তালুকদার বলেন, রাতের অন্ধকারে আইনজীবী সমিতির কার্যালয়ে ও একজন আইনজীবীর চেম্বারে বোমা হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা এ ধরনের অন্যায় কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
চিকন্দি পুলিশ ফাঁড়ির এসআই মো. সুজন সিকদার বলেন, আইনজীবী সমিতির কার্যালয় ও একজন আইনজীবীর চেম্বারে বোমা হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ কিছু বস্তু উদ্ধার করি।
