Logo
Logo
×

সারাদেশ

কিস্তির টাকা না পেয়ে এনজিও কর্মীর কাণ্ড!

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

কিস্তির টাকা না পেয়ে এনজিও কর্মীর কাণ্ড!

বাগেরহাটের চিতলমারীতে একটি এনজিও কর্মীর বিরুদ্ধে শ্রাবণী হীরা (২২) নামের এক গৃহবধূ লোনের টাকা পরিশোধ করতে না পারায় তার হাতের সোনার আংটি ও একটি পিতলের বদনা লোনের কিস্তির টাকা বাবদ নেওয়ার অভিযোগ উঠেছে।

সময়মতো কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় ওই এনজিও কর্মী তার পাশ বইয়ে আংটি বাবদ আট হাজার টাকা ও বদনার মূল্য ১ হাজার ৫শ টাকা ধরে জমা করেছেন।

শনিবার (৮ নভেম্বর) ওই গৃহবধূর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ওই এনজিও কর্মী ও কর্মকর্তাদের দাবি গৃহবধূ খুশি হয়ে তাদের হাতে আংটি ও পিতলের বদনা লোনের কিস্তি বাবদ দিয়েছেন।

গৃহবধূ শ্রাবণী হিরা জানান, তিনি চিতলমারী উপজেলা আড়ুয়াবর্ণি গ্রামে বসবাস করেন। কিছুদিন পূর্বে তিনি একটি এনজিওর চিতলমারী শাখা থেকে ৪০ হাজার টাকা লোন নেন। লাভসহ পরিশোধের কথা ছিল ৪৫ হাজার ১২০ টাকা; কিন্তু তার স্বামী রিপন কাজের জন্য এলাকায় না থাকায় কয়েকটি কিস্তি বাকি পড়ে। শ্রাবণীর অভিযোগ ২৯ অক্টোবর ওই এনজিও কর্মীরা আমার হাতের স্বর্ণের আংটি ও পিতলের একটি বদনা কিস্তির টাকা বাবদ নিয়ে নেন।

এনজিওটির চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ বলেন, গৃহবধূ শ্রাবণীর কিস্তির টাকা খেলাপি ছিল। তার কাছ থেকে আংটি, নাকফুল ও বদনা নেওয়ার বিষয়টি আমি শুনেছি। ঘটনার সত্যতা আমরা খতিয়ে দেখব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম