Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরদীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:২৫ পিএম

ঈশ্বরদীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপির বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও বাবু মালিথা (৫০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে যখন করেছে প্রতিপক্ষের লোকজন। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া মাস্টার মোড়ে এ ঘটনা ঘটে। আহত বাবু মালিথা ওই ইউনিয়নের মৃত রশিদ মালিথার ছেলে। তিনি সলিমপুর ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিবের সমর্থক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , শনিবার (৮ নভেম্বর)  রাতে স্থানীয় একটি মাজারে নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিবের সমর্থক বাবু মালিথা ও তার ছেলে রাব্বি মালিথার সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের সমর্থক পলাশ, হাসান, সবুজ সহ স্থানীয় যুবদল কর্মীদের সংঘর্ষ হয়। ওই  সংঘর্ষের ঘটনায় রোববার শতাধিক নেতাকর্মীকে আসামি করে ঈশ্বরদীর থানায় উভয়পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করে।

ওই ঘটনার সূত্র ধরে সোমবার সন্ধ্যায় আবারো সংঘর্ষে জড়ায় বিবাদমান দুগ্রুপ। এসময় যুবদল কর্মী হাসান ও সবুজের নেতৃত্বে বাবু মালিথার বাড়িতে হামলা চালিয়ে তার বাড়ি ভাঙচুর রা হয়।  এসময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও পটকা ফোটায় হামলাকারীরা। হামলায়  ধরালো অস্ত্রের আঘাতে বাবু মালিথা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। 

ঘটনার পরপরই ঈশ্বরদী থানা পুলিশ ও পাবনা জেলা গোয়েন্দা  (ডিবি) পুলিশ ঘটনাস্থলে যৌথ অভিযান চালায়। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার জের ধরে এলাকায় বিরাজ করছিল। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর নূর জানান, বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম