Logo
Logo
×

সারাদেশ

দুই দিন ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

দুই দিন ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি।

নওগাঁর বিভিন্ন এলাকায় আগামী দুই দিন ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার জন্য বৃহস্পতি ও শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। 

সোমবার (১০ নভেম্বর) নওগাঁর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকোর) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নেসকো, নওগাঁ দপ্তরের সকল গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তনের জন্য আগামী ১৩ নভেম্বর ও ১৪ নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নোক্ত ফিডারের আওতাধীন এলাকাগুলোতে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—পাটালীর মোড়, আনন্দনগর, সৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইদূর বটতলী, খাগড়া, ফয়েজ উদ্দীন কলেজ।

শুক্রবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—চকরামচন্দ্র, জেলা পরিষধ পার্ক, বিসিক শিল্প নগরী, মশরপুর, ডাক্তারের মোড় এলাকা, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, ডিসি অফিস, আদালত ভবন, এসপি অফিস, জেলখানা, বরুনকান্দি মোড় এলাকা। এই সময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম