Logo
Logo
×

সারাদেশ

এবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে: হুম্মাম কাদের

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

এবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে: হুম্মাম কাদের

বক্তব্য রাখছেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি: যুগান্তর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের দলীয় মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমাদের দলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা সবাই আছে। এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমরা বাংলাদেশি, আমাদের কেউ বিভক্ত করতে পারবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হোছনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মির্জা নাজিম উদ্দিন খোকনের বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন তিনি। 

হুম্মাম কাদের চৌধুরী বলেন, প্রতিদিন পথসভা ও জনসভা শেষে বাড়ি ফিরতে ফিরতে পাঞ্জাবি ঘামে ভিজে যায়। আজ হোছনাবাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে, এই পাঞ্জাবি আরও পাঁচ লিটার ঘামে ভিজবে, যেমনটা আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনের সময় হতো। তখন যত ঘাম ঝরত, তত ভোট বাড়ত। আজকের উপস্থিতি প্রমাণ করছে, হোছনাবাদের সব ভোট ধানের শীষের পক্ষে যাবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আপনাদের ভালোবাসা পেয়েই মনে হচ্ছে, আমি আগেই নির্বাচনে জিতে গেছি। বাবার মতোই আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব, ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ভোট দিতে হবে ধানের শীষে। এই প্রতীকই আমাদের প্রতিরোধ, আমাদের আশা।

উঠান বৈঠক শেষে তিনি উপস্থিত জনতার সঙ্গে কৌশল বিনিময় করেন এবং মির্জা নাজিম উদ্দিনের পারিবারিক জিয়াফত অনুষ্ঠানে যোগ দেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম