Logo
Logo
×

সারাদেশ

শয়তানের নি:শ্বাস: নারীর কাছ থেকে হাতিয়ে নিল তিন ভরি স্বর্ণের গহনা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

শয়তানের নি:শ্বাস: নারীর কাছ থেকে হাতিয়ে নিল তিন ভরি স্বর্ণের গহনা

বগুড়ায় শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে উম্মে কুলসুম (২৫) নামে এক গৃহবধূর কাছে তিন ভরি ওজনের সোনার গহনা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী রাতে সদর থানায় এ ব্যাপারে মামলা করেছেন।

পুলিশ ও অভিযোগ সূত্র জানায়, গৃহবধূ উম্মে কুলসুম বগুড়া শহরের খান্দার এলাকার বায়েজিদ হোসেনের স্ত্রী। তিনি গত সোমবার সকালে খান্দার বাজারে কাঁচা শাকসবজি কিনতে যান। এ সময় অজ্ঞাত তিন প্রতারক তাকে জানান, তাদের কাছে ডায়াবেটিসের ওষুধ আছে। এগুলো ফার্মেসিতে বিক্রি করতে তাকে সহযোগিতা করতে অনুরোধ করেন। গৃহবধূ তাদের কথায় বিশ্বাস করেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই প্রতারক চক্র তাকে একটি বেকারিতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তিনি আর কিছুই বলতে পারেন না।

প্রতারকরা তাকে বাড়ি থেকে সোনার গহনা আনতে বলেন। উম্মে কুলসুম বাড়িতে গিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের তিন ভরি ওজনের সোনার তৈরি গলার হার ও কানের দুল এনে প্রতারকের হাতে তুলে দেন। এর কিছুক্ষণের মধ্যে প্রতারক চক্রের সদস্যরা পালিয়ে যায়। সম্বিত ফিরে পাওয়ার পর গৃহবধূ বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। কেউ কেউ ওই গৃহবধূকে ভর্ৎসনা করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে সোমবার রাতে গৃহবধূ অজ্ঞাতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

মঙ্গলবার বিকালে ওসি হাসান বাসির জানান, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম